Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান ‘পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে রাষ্ট্রের বিপুল পরিমাণ জনবল ও সম্পদ ব্যবহারের অভিযোগ তুলেছেন লেখক ও গবেষক কল্লোল মোস্তফা। আজ শুক্রবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ নিয়ে প্রশ্ন তুলেছেন।

কল্লোল মোস্তফা লিখেছেন, ‘এনসিপির নেতারা দেশের একেকটি জেলায় গিয়ে সভা-সমাবেশ করছেন। এসব সফরের সময় তাঁরা সংশ্লিষ্ট জেলার সরকারি সার্কিট হাউসে থাকছেন। কোথাও সার্কিট হাউস না থাকলে হোটেলে অবস্থান করছেন, আর এসব হোটেলে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।’

চট্টগ্রামে এনসিপির নেতারা যখন পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন মোটেল সৈকতে ছিলেন, তখন সেখানে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। ওই মোটেলের তিনটি ফ্লোরে তাঁরা অবস্থান করেন, যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, বলেও উল্লেখ করেছেন কল্লোল মোস্তফা।

তিনি আরও লিখেছেন, প্রতিটি জেলায় এনসিপির সমাবেশের সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা নিয়োজিত করা হচ্ছে। কোথাও কোথাও সেনাবাহিনীর সাজোয়া যান টহলে দেখা গেছে। সমাবেশস্থলের আশপাশে বাড়তি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এ অবস্থায় প্রশ্ন তুলে কল্লোল মোস্তফা বলেন, ‘একটা রাজনৈতিক দলের পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে রাষ্ট্রীয় এ আয়োজন কি জনগণের করের অর্থ ব্যয়ে হচ্ছে না? রাষ্ট্রের জনবল ও সম্পদ রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহৃত হলে, এর পুঙ্খানুপুঙ্খ হিসাব ও যৌক্তিকতা সরকারকে দিতে হবে।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি মন্তব্য করেন, ‘যদি সরকার স্বীকার করে নেয় যে এনসিপি সরকারি দল বা কিংস পার্টি, তাহলে আর বাড়তি কোনো জাস্টিফিকেশান দিতে হবে না।’