
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। এনিয়ে এই ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫।
রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোনের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ান।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আয়ান লাইফ সাপোর্টে ছিল এবং তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও একজনের মৃত্যু হয়।
গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
এদিকে, মাইলস্টোন ট্র্যাজেডির নিহতের সংখ্যা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে সংশোধন করা হয়েছে হয়েছে। আগের হিসেবে নিহতের সংখ্যা ছিল ৩৫, কিন্তু রোববার (২৭ জুলাই) তা কমে দাঁড়িয়েছে ৩৪। নতুন করে আয়ানের মৃত্যুতে এই সংখ্যা বেড়ে হয়েছে ৩৫।