
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স কনভেনশন হলে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন শিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ড. রিফাত মাহামুদ, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
বিজ্ঞান বিষয়ক সম্পাদক বলেন, ‘যারা এখনো কাঙ্ক্ষিত ফলাফল পাননি, হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকের পথ আলাদা, কিন্তু প্রতিটি পথেই আছে সম্ভাবনার দরজা। সাফল্য মানেই শুধু জিপিএ-৫ নয়, বরং প্রতিনিয়ত নিজের চেষ্টাকে ধরে রাখা, সামনে এগিয়ে যাওয়া। এছাড়াও দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে পারলেই এই সফলতা কাজে আসবে।’