Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাব শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদেরও সেদিকে যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। তাদের যৌক্তিক দাবি তদন্ত সাপেক্ষে মেনে নিতে আহ্বান জানাচ্ছি।’

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালীর জেলা মডেল মসজিদে মাইলস্টোন কলেজের নিহত ও আহতদের স্বরণে এনসিপির উদ্যোগে দোয়া ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘শিক্ষার্থীরা দাবি তুলেছে, আমরা তাদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছি। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়েছি। সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের শিক্ষাথীরা যেদিকে যায় আমাদের ওই দিকে যেতে হবে। তাদের দাবিগুলো যৌক্তিক, সরকারকে তদন্ত সাপেক্ষে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ‘কোমলমতি শিশুরা স্কুলে ক্লাস করতে গিয়ে এই ধরনের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন যারা আহত অবস্থায় হাসপাতালে আছে তাদের দ্রুত আরোগ্য লাভে দেশে প্রতিটি মসজিদে দোয়া করেছেন এনসিপির নেতাকর্মীরা।’

তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান, এ সময় আহতদের জরুরিভাবে পাশে দাঁড়ানোর, অযথা হাসপাতালে ভিড় না করতে তিনি অনুরোধ জানান। 

এনসিপির এই নেতা বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমাদের সংহতি রয়েছে।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।