Image description

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন স্থানীয় এক নেতা। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘জয় বাংলা, জিয়াউর রহমানের জয় হোক’। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল রোববার ওই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের ১ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মালিক বলেন, ‘আমি জিয়াউর রহমানের আদর্শে গঠিত একজন মানুষ। আমি ছোটবেলা থাকি জিয়াউর রহমানকে খুব ভালা পাই, বিএনপি দলরে খুব ভালা পাই। বর্তমানে কৃষক দলরে মনের মাঝে লালন কররাম। আপনারা আমার লাগি দোয়া করবা যাতে সামনে আপনারার লগে থাকতাম পারি। ...আপনারা দোয়া করবা যাতে আমরা জিয়াউর রহমানের আদর্শে আরও বেশি বেশি গাছ রোপণ করতাম পারি। ওটা কইয়া-উ (এটা বলেই) আপনারার কাছ থাকি বিদায় নিয়ার (নিচ্ছি)। জয় বাংলা, জিয়াউর রহমানের জয় হউক।’ এরপর ইমরান মালিক মাইক্রোফোন আরেক জনের হাতে তুলে দেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কৃষক দল মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে জয়চণ্ডী ইউনিয়ন কৃষক দল গতকাল দুপুরে স্থানীয় হজরত বিবি মাই (রহ.) মাজার প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিটির সভাপতি আবদুল করিম। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা সভাপতি সুয়েব আহমদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি সাতির বকস, বিএনপির নেতা ও জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. আবদুল খালিক, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সালামত খান, সহপ্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান লিটন, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

এ বিষযে জানতে চাইলে ইমরান মালিক আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ‘জয় বাংলা কোনো দলের স্লোগান নয়। এটা বাঙালি জাতির স্লোগান। শুধু জয় বাংলা বলিনি, জিয়াউর রহমানের জয় হোক, এটাও বলেছি।’

কুলাউড়া উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘উনি বলতে চেয়েছেন, সবার জয় হোক। বক্তব্যে একটু স্লিপ হয়ে গেছে, আরকি।’