
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলের জুলাই মাসব্যাপী পদযাত্রার সমাপ্তি হয়েছে বীর শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মাধ্যমে।
রবিবার (২১ জুলাই ২০২৫) সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদের কবর জিয়ারত করেন সারজিস ও তাঁর সহযাত্রীরা। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেন, "সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ!"

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, "চট্টলার বীর শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ স্মরণ করে আমরা এই পদযাত্রার পর্ব শেষ করেছি। তবে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি।"