Image description

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

বিমানটি দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় আছড়ে পড়েছে।

জানতে চাইলে মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো শিক্ষার্থী হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।’

 

বিমান বিধ্বস্তে দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেছের একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: আজকের পত্রিকা
বিমান বিধ্বস্তে দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেছের একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বিমানটি যেখানে আছড়ে পড়েছে সেই ভবনে এখনো আগুন জ্বলছে৷ আহতদের বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

অনেক হতাহত রয়েছেন বলে আশঙ্কা তাঁদের।