Image description

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভা শেষে ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা সংগঠনটির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহবাগ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে ঢাবি ছাত্রশিবির। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টা পরে কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহতের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে ঢাবির টিএসসি থেকে একটি মশাল মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল।

জানা গেছে, ইসলামী ছাত্রশিবির শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হয়। অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদল টিএসসি থেকে একটি মশাল মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ভিসি চত্বর ও রোকেয়া হলের মাঝামাঝি জায়গায় উভয় সংগঠনের মিছিল একসময় পাশাপাশি অবস্থানে দেখা গেলেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। ছাত্রসংগঠন দুটি শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মসূচি পালন করে।

এদিকে, সেই মুহুর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক উত্তাপ এবং সামাজিক মাধ্যমে পারস্পরিক বক্তব্য-বিবৃতির প্রেক্ষাপটে এই শান্তিপূর্ণ কর্মসূচি আলোচনার আসলো।

বিশেষ করে গত কয়েকদিন ধরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি কঠোর সমালোচনা করে আসছিলেন। এরপর আজকের কর্মসূচিতে কোনো সংঘাত ছাড়াই সহাবস্থান করায় অনেকেই এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে নানা মতামত প্রকাশ করছেন।