
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলামিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। অপরদিকে আদাবর এলাকায় ইব্রাহিম (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পেশায় ডিম ব্যবসায়ী ছিলেন।
বুধবার (১৬ জুলাই) রাতে পৃথক দুটি স্থানে এই হত্যার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানান।
আদাবর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া বলেন, নবোদয় হাউসিং এলাকার একটি মসজিদের সামনে ব্যবসায়ী ইব্রাহিমকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।
ঘটনার পরপরই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সজীব ও রুবেল নামে দুই যুবককে একটি পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে। আটকরা সম্পর্কে ভাই।
প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, চাঁদউদ্যান লাউতলার ৬ নম্বর রোড এলাকায় একটি দোকানের সামনে আলামিনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে কাজ করছে পুলিশ। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।