
গোপালগঞ্জকে আমরা দিল্লীর কাছে ইজারা দেইনি বলে পোস্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বুধবার (১৭ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে এনসিপির পদযাত্রা ও কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম আরও বলেন, ‘আমার সহযোদ্ধাদের উপর ন্যূনতম আঘাত আসলে পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফ্যাসিস্টের কব্জা থেকে স্বাধীন করবে ইনশাআল্লাহ।’
দেশের পুলিশ ও যৌথবাহিনীর ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করে লেখেন, ‘পুলিশ প্রশাসন ও যৌথবাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়। দেশবাসী প্রস্তুত থাকুন।’
এর আগে দুপুরে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।