
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র-শিক্ষকের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের ৬ ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এর মধ্যে ৩ জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার এবং দুজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি একজনকে সর্তক করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা গেছে, জবিতে সম্প্রতি ছাত্রদল কর্তৃক দুই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও গণতান্ত্রিক ছাত্রসংসদ জবি শাখার ৩ নেতার উপর সংঘটিত হামলার ঘটনার তদন্ত শেষে ছয়জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) তারিখে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় সংঘটিত হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত মতে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৮ সেশনের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন, এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ইমরান হাসান ইমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আর রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান এবং দর্শন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. আজিজুল হাকিমকে সতর্ক করে জানানো হয়েছে যে, ভবিষ্যতে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ প্রমাণিত হলে কারণ দর্শানো ছাড়াই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। এরা সবাই ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
এই সিদ্ধান্ত উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।