
কলামিস্ট ও গবেষক মেজর (অব.) রেজাউল করিম বলেছেন, সংস্কার নামক প্রহসন চলছে; আপাতপক্ষে এদেশের সংস্কার কখনো সম্ভব নয়, যতদিন পর্যন্ত প্রতিহিংসার রাজনীতি বিদ্যমান থাকবে। তবে সংস্কারের নামে বিএনপিকে পুরোপুরি ধ্বংস করার জন্য সূক্ষ্ম পাঁয়তারা চলছে। শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করে সারা বাংলাদেশের আপামর জনতার হৃদয়ে আঘাত হেনেছে কতিপয় নর পিশাচ।
তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র পর্যায়ের নেতারা বিগত আওয়ামী সরকারের আমলে তাদের ব্যবসায়িক বৃহৎ স্বার্থে নিজেদের পুরোপুরি বিকিয়ে দিয়েছিলেন। গড্ডালিকা স্রোতে গা ভাসিয়েছিলেন।
তিনি আরো বলেন, ‘দুর্ভাগ্য এই দেশে সাধারণ জনগণ ও বিএনপি নেতাকর্মীরা এখনো বুঝতে পারল না যে, সংস্কার নামক যে প্রহসন চলছে; যা কোনোদিনও শেষ হওয়ার নয়। আপাতপক্ষে এদেশের সংস্কার কখনো সম্ভব নয় যতদিন পর্যন্ত প্রতিহিংসার রাজনীতি বিদ্যমান থাকবে।
মেজর (অব.) রেজাউল করিম বলেন, ‘তারুণ্যের প্রতীক তারেক জিয়ার প্রতি আহ্বান রইল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের প্রতি জরুরিভাবে আলোকপাত করার জন্য। কারণ পলিটিক্যাল সাকসেস ডিপেন্ডস অন টেকিং দ্য রাইট ডিসিশন ইন দ্য রাইট মোমেন্ট। তাই এখনই সময়, বিএনপি যদি তাদের ঐতিহ্য রক্ষা করতে চায়, নিজেদের ইমেজ রক্ষা করতে চায়, তাহলে তাদের কৌশলগত আন্দোলন করতে হবে।