Image description

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের প্রতাপশালী দুই ডজন উচ্চপদস্থ কর্মকর্তা বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারাচ্ছেন । তাঁদের মধ্যে ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ( ডিআইজি ) সৈয়দ নুরুল ইসলাম , ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি ) গোয়েন্দা বিভাগের ( ডিবি ) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদও রয়েছেন । বাকি কর্মকর্তারাও ডিআইজি , অতিরিক্ত ডিআইজি , পুলিশ সুপার ( এসপি ) ও অতিরিক্ত এসপি পদমর্যাদার ।

পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে । সূত্র বলেছে, বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত এই পুলিশ কর্মকর্তারা মূলত আত্মগোপনে রয়েছেন । তাঁদের কয়েকজন ইতিমধ্যে বিদেশে পাড়ি দিয়েছেন বলেও শোনা যাচ্ছে ।

পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় , বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম । তিনি গত বছরের ২৬ আগস্ট থেকে অনুপস্থিত । ডিএমপির ডিবির সাবেক আলোচিত - সমালোচিত প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ , ডিএমপির সাবেক তিন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার , এস এম মেহেদী হাসান ও রিফাত রহমান শামীম ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত । সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায় ২২ আগস্ট থেকে , সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ২৬ আগস্ট থেকে অনুপস্থিত ।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ৬ আগস্ট থেকে , অতিরিক্ত ডিআইজি মো . জায়েদুল আলম ৪ নভেম্বর থেকে , এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে , রাজশাহী রেঞ্জ পুলিশের এসপি আয়েশা সিদ্দিকা ১২ ফেব্রুয়ারি থেকে , রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি , চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নুর আলম মিনা ৯ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত । নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল ও গোয়েন্দা পুলিশের এসপি এটিইউ শাখার মোহাম্মদ সানোয়ার হোসেন ১ জানুয়ারি থেকে অনুপস্থিত রয়েছেন । ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার ইকবাল হুসাইন ২৮ অক্টোবর থেকে অনুপস্থিত রয়েছেন । ঢাকা জেলার এসপি আসাদুজ্জামান ৯ সেপ্টেম্বর থেকে , অতিরিক্ত এসপি হাসান আরাফাত ১৯ নভেম্বর থেকে , ডিএমপির সাবেক উপকমিশনার মলয় কুমার পোদ্দার ১৮ অক্টোবর থেকে এবং সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ।

২০১৮ সালের সরকারি কর্মচারী ( শৃঙ্খলা ও আপিল ) বিধিমালা অনুযায়ী , বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে । বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি একটি গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য করা হয় । কর্মচারীকে তাঁর অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার জন্য একটি যুক্তিসংগত সুযোগ দেওয়া হয় । যদি কর্মচারীর ব্যাখ্যা সন্তোষজনক না হয় , তবে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে । এ ব্যবস্থায় তিরস্কার , বেতন বৃদ্ধি স্থগিত করা , পদাবনতি বা চাকরি থেকে অপসারণ করা হতে পারে । গুরুদণ্ড ( যেমন অপসারণ ) এবং লঘুদণ্ড ( যেমন তিরস্কার ) উভয়ই শাস্তিরূপে প্রযোজ্য হতে পারে ।

বিধিমালা অনুযায়ী , গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে । যদি কোনো কর্মচারী গুরুতর অপরাধ করেন বা দীর্ঘদিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন , তাহলে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হতে পারে । কোনো কর্মচারী যদি অফিসের নিয়মকানুন বা সরকারি আদেশ লঙ্ঘন করেন , তাহলে তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে । সূত্র বলেছে , জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন সময় থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত পুলিশের এসব কর্মকর্তার সন্ধানে প্রশাসন থেকে বিভিন্ন চেষ্টা করা হচ্ছে । তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন , অনুপস্থিত বা পলাতক এসব পুলিশ কর্মকর্তার মধ্যে কারও কারও বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে । কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে । কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে কর্মকর্তা নিয়োগের অপেক্ষায় রয়েছে । জুলাই অভ্যুত্থানের পর বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক ( আইজি ) বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, যাঁরা পলাতক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে । এখন পর্যন্ত ৮১ জন পুলিশ কর্মকর্তা পলাতক । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি আজকের পত্রিকাকে বলেন , “ আমরা পর্যায়ক্রমে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি । আরও কিছু তালিকা পাওয়া গেছে । তাঁদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে । '