
এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ‘এযাবৎকাল সব আন্দোলনে ছাত্ররা জীবন দেয়, রাজনৈতিক দল ফায়দা নেয়। এবার গণঅভ্যুত্থানের পর আমরা যখন রাজনৈতিক দল গড়ে রাজপথে ছড়িয়ে পড়েছি, ওরা ভয় পেয়েছে।
শুক্রবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে আয়োজিত পথসভায় এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা যখন সংস্কার, নির্বাচন, বিচারের কথা বলেছি, তখন ওরা শুধু নির্বাচন চাইছে। যদি হাসিনার ব্যবস্থাই বহাল থাকে তো পরিবর্তনটা কী হলো?'
তিনি বলেন,‘সংস্কারের আলোচনা টেবিলে নেই। যদি সংস্কার না হয় তাহলে আমরা আবার বহুগুণে রাজপথে নেমে আসবো।’
‘ভারতের দাদাগিরি এই দেশে মানুষ পছন্দ করে না’ মন্তব্য করে আক্তার বলেন, 'হাসিনা যা দিয়েছে, ভারত ঠিকই তা মনে রেখেছে। এই দেশে গণহত্যা চালিয়ে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। তাকে অবশ্যই এদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে।'
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর জন্ম হয়েছে। নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে
রাখতে হবে। ফ্যাসিবাদী শাসন কাঠামো ভেঙে মানুষের মুক্তির লড়াই শুরু হয়েছে। প্রায় এক বছর পেরোলেও ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠিত হতে দেওয়া হয়নি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দিক্ষণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, সারজিস আলম প্রমুখ।