
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার হাটবোয়ালিয়া বাজারে পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে রাস্তায় সারি ধরে দাঁড়ায় স্কুল ইউনিফর্ম পরা বহু শিক্ষার্থী। তবে এ সময় স্থানীয় একটি দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হাটবোয়ালিয়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পথযাত্রায় গাড়িতে বসেই মতবিনিময়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় নেতারা।
সারজিস বলেন, ‘তোমাদের এখন স্কুলে থাকার কথা। ক্লাস ফেলে এখানে আসা একদম ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের কাজ না।’
তিনি আরো বলেন, ‘তোমাদের এই ভালোবাসা দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো।’
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।