
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে সে তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বুধবার (৯ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে সে তালিকা প্রকাশ করুন। সরকার ও প্রধান বিচারপতি চাইলে দায়ী বিচারকদের চিহ্নিত করা সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার বাইরে প্রতিষ্ঠা করতে হলে ৮ম সংশোধনী মামলার রিভিউ করতে হবে।
তিনি আরও বলেন, বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা উচিত। কারণ বিচারক নিয়োগ কমিটিতে আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি। আইনজীবী প্রতিনিধি রাখা না হলেও অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশে মব চলছে এ অবস্থায় বারের ভোট করতে চাইনা।