Image description

জাতীয়াবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘আমরা নারীরা কিন্তু বড় রাজনীতিবিদ। নারীরা শুধু পুরুষদের মতো রাজনীতি করে না। নারীরা সংসার করি, ঘর সামলাই, সন্তান জন্ম দিই, লালন-পালন করি, স্কুলে পাঠাই। আবার দেশের প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখি।

 
মঙ্গলবার (৮ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসভা ও নারী সমাবেশে আফরোজা আব্বাস এসব কথা বলেন। তিনি এতে প্রধান অতিথির বক্তব্য দেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার খান, উপজেলা মহিলা দলের সভাপতি অন্তরা চৌধুরী। সভা সঞ্চালনা করেন স্বেচ্ছসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো. মাসুম ভূঁইয়া।

 

প্রধান অতিথি আফরোজা আব্বাস তার বক্তব্যে আরো বলেন, ‘বিএনপির ৩১ দফা মানেই বাংলাদেশ। ৩১ দফা মানেই গণতন্ত্র। ৩১ দফার মধ্যেই আছে আগামীর বাংলাদেশ। এখানে আছে আগামীতে কিভাবে সরকার গঠন হবে, কিভাবে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবে, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

 
এই ৩১ দফার মধ্যে আছে নারীদের কথা।’

 

বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার নারী সমাবেশে যোগ দেন। অনেকে বৃষ্টিতে ভিজে শিশু সন্তানকে কোলে নিয়েও সমাবেশে যোগ দেন। এ ছাড়া তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও সমাবেশে আসেন। সমাবেশ সফল করতে বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল।