
টুডে ডেস্ক
ইতিহাসের শুরু থেকেই ইসলামবিদ্বেষী রাজনীতির জন্য পরিচিত বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে দলটির ক্ষমতার যাত্রা হয়। সেই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনপন্থী অধিকার সংগঠনের বিরুদ্ধে ভোট দিলেন শেখ মুজিবরের নাতনী টিউলিপ সিদ্দীক। গত বুধবার ব্রিটিশ সংসদে ভোটের মাধ্যমে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি প্রো-প্যালেস্টাইন আন্দোলনকারী গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে সংগঠনটি এখন আইনি দৃষ্টিতে আল-কায়েদা ও আইএসআইএল (আইসিস) এর মতো একই শ্রেণিতে পড়ে। ফলে এ সংগঠনের পক্ষে অবস্থান নেওয়া বা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকা এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে। গত মাসে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করে দুইটি সামরিক বিমানে লাল রঙ ছিটিয়ে প্রতিবাদ জানান। তারা ইসরায়েলের গাজা যুদ্ধকে সমর্থনের বিরুদ্ধে যুক্তরাজ্যের অবস্থানের প্রতিবাদ করছিলেন। তারপরই মূলত তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়।
সংসদে এই নিষেধাজ্ঞার পক্ষে ৩৮৫টি এবং বিপক্ষে মাত্র ২৬টি ভোট পড়ে। ভোটদানে অংশ নেওয়া এমপিদের মধ্যে ব্রিটিশ-বাংলাদেশি মুসলিম এমপি টিউলিপ সিদ্দিকও নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেন।