Image description

রাশিয়া সোমবার জানিয়েছে, তারা কয়েক মাস ধরে সীমান্তের দিকে এগিয়ে ইউক্রেনের মধ্য ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের প্রথম গ্রামটি দখল করেছে। এ ঘটনা উদ্বেগে থাকা কিয়েভের জন্য একটি মানসিক আঘাত। 

এই ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর ক্রমবর্ধমান হামলার অংশ হিসেবে মস্কো ইউক্রেনের সেনা নিয়োগ কেন্দ্রসহ বেশ কিছু লক্ষ্যবস্তুতে বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী নিপ্রোপেটরোভস্ক অঞ্চলের রাশিয়ার বিমান হামলার ক্রমবর্ধমান শিকার একটি গুরুত্বপূর্ণ শিল্প খনির এলাকা ডাচনে গ্রাম দখল করেছে।

 
 

 

সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত অতিক্রমকে রুশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশল বলে ধারনা করা হচ্ছে। এই অঞ্চলে গভীরে রুশ বাহিনীর প্রবেশ কিয়েভের জন্য রসদ সংগ্রহ ও অর্থনৈতিক সমস্যা তৈরি করতে পারে। যদিও এখন পর্যন্ত নিপ্রোপেটরোভস্ক অঞ্চলে রাশিয়ার পদচারণাকে অস্বীকার করেছে কিয়েভ। 

ইউক্রেনীয় পাঁচটি অঞ্চল দোনেৎস্ক, খেরসন, লুগানস্ক, জাপোরিঝিয়া এবং ক্রিমিয়াকে মস্কো প্রকাশ্যে রাশিয়ার ভূখণ্ড হিসেবে দাবি করেছে।

 
তবে নিপ্রোপেটরোভস্ক এর মধ্যে নেই। ২০২৪ সালের শেষের দিকে রাশিয়া তার ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ক্ষেত্র হিসেবে ইউক্রেনের প্রধান শহর ডিনিপ্রো ব্যবহার করেছিল। রাশিয়া দাবি করেছিল এটি একটি বিমান উৎপাদন কেন্দ্রে আঘাত করেছে।

 

রাশিয়ার হামলা সোমবার ইউক্রেনের দুটি ভিন্ন শহরে অবস্থিত সেনা নিয়োগ কেন্দ্রে আঘাত হানায় চারজন আহত হয়েছে।

 
গত সপ্তাহ ধরে চলা এ ধরনের হামলা রাশিয়ার নতুন প্রবণতা হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

 

এই হামলাগুলো ইউক্রেনের সামরিক কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যে পরিচালিত ব্যাপক শত্রুতাপূর্ণ অভিযানের অংশ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস।