Image description

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হক। শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৮ ফ্লাইটে তিনি দেশে ফেরেন।

 

বিমানবন্দর সূত্রে জানা যায়, ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল হককে আটক করে। পরে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মামলার কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর কামরুল হককে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, কামরুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। পেশায় তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ছিলেন। 

এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ঢাকার বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।