Image description
 
 
 
(Chief Adviser GOB ) ফেসবুক পোস্টঃ
‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র কি ছিলো এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।
 
জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। শুরুতে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।
 
May be an image of text that says '.5 TEU $ হাতল্লীবাং হাতনী $ $ মরকার $ আসমামী অয়ামীসরকার সরকার PRELUDE TO JULY'May be an image of text that says 'शগকত MG wEU $ হাতন্লীবাং হাতন্মী $ $ সরকার $ আওামী আয়য়ামীসরকার সরকার PRELUDE TO JULY'May be an image of 1 person and text that says 'গগল LVE വലഗി $ হাতল্ীবাড় হাতন্তী $ $ সিরকার $ আওয়ামী আওয়ামীসরকার সরকার KLEPTOCRACY PRELUDE TO JULY'May be an image of 1 person and text that says '6 কাजूত 9051 $ হাতল্ীবাং হাতনী $ D0 $ সেরকার $ আওয়ামীসরকার আওয়ামী সমকার PRELUDE TO JULY'