Image description

রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বুকের রক্ত ঢেলে লেখা অঙ্গীকার মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থান না হলে আগামী ২০ বছরেও আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হতো না।

শুক্রবার (৪ জুলাই) বিকালে রাজধানীর আল রাজি কমপ্লেক্সে ‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত প্রতিনিধি সমাবেশে তিনি এসব বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনতার স্পষ্ট ‘না’ বলার আত্মাহুতি ইতিহাস। ফ্যাসিবাদ ও তাদের দোসররা এখনও জুলাই গনঅভ্যুত্থানের বদলা নিতে নানা চক্রান্তে লিপ্ত আছে। আমরা ভোট ডাকাতি, দমন-পীড়ন, গুম-খুন, আয়না ঘরে নির্যাতন, বাক-স্বাধীনতার গলা টিপে ধরা, সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ, বিচারব্যবস্থার দলীয়করণ আর অর্থ পাচারের ভয়ঙ্কর নীলনকশা জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই ।

ডা. ইরান হুঁশিয়ারি করে বলেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের সহযোগী, যারা দেশের সম্পদ, মর্যাদা ও সার্বভৌমত্ব বিক্রি করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে, তাদের কোন ক্ষমা নেই।