Image description

রাজধানীর মহাখালী এলাকার জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট এন্ড বারে (মদের দোকান) ভাঙচুর ও নারীকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

বার কর্তৃপক্ষ বলছে, ভিআইপি রুম না দেওয়ায় দলবল নিয়ে এসে হামলা চালায় বনানী থানা যুবদল নেতা মনির। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রেক্ষিতে মনির হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বারের সহকারী জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে ঢাকার বনানী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন বৃহস্পতিবার। এতে আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান।

ঘটনা জানাজানি হওয়ার পর যুবদলের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, মনির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডের জন্য সব ধরনের পদ থেকে অব্যাহতি এবং প্রাথমিক সদস্যপদও প্রত্যাহার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দল থেকে বহিষ্কৃত কারো আচরণের দায় দল নেবে না। সব নেতাকর্মীকে তার সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হচ্ছে। মনিরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।

মামলার বাদি আবু বকর গণমাধ্যমে জানান, ঘটনার আগের দিন অভিযুক্ত মনির রেস্টুরেন্টে এসে নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করেন। সে সময় কোনো রুম খালি না থাকায়, তাকে সাধারণ টেবিলে বসানো হয়। খাবার শেষে ছাড় দিয়ে বিল নেওয়া হলেও, তিনি ক্ষুব্ধ হন এবং হুমকি দিয়ে রেস্টুরেন্ট ত্যাগ করেন।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, মামলা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।