Image description

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচন জাতিকে বিভক্ত করবে কিনা তা দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ভেবে দেখতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব বাংলাদেশের জন্য অদৌ গ্রহণযোগ্য নয়।  পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এর মাধ্যমে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে।   

আজ মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত 'গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা' শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। 

তারেক রহমান বক্তব্যের শুরুতেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের যেমন বাংলাদেশ ভোলেনি, ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরও বাংলাদেশ কখনো ভুলবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসলে সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। এ সময় শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান।

তারেক রহমান বলেন, জনগণের জবাবদিহিমূলক সরকার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জুলাই-আগস্টের অভ্যুত্থানের শহীদদের ঋণ পরিশোধের এখনই সময়। বহু মানুষের ত্যাগ-তিতীক্ষায় একটি নতুন বাংলাদেশ দেখছি। ঘটনাবহুল ইতিহাসের একটি রক্তাক্ত অধ্যায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ ও জনগণের ওপর চেপে বসা ফ্যাসিবাদ হটানোর এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। গুম-খুন-নিপীড়নের শিকার হয়েছে বহু মানুষ। 

বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক ও প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। আমাদের রাজনীতির প্রধান অঙ্গীকার নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আমাদের এবারের রাজনীতি এই অঙ্গীকার বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের। 

জাতীয় স্বার্থে ও জাতীয় ইস্যুতে ঐক্যমত থাকাটা সবচেয়ে বেশি জরুরি উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামীতে আর কোনো অপশক্তি যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, মাথাচাড়া দেওয়ার দুঃসাহস না দেখায়; সে লক্ষে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে, ভবিষ্যতেও অটুট থাকবে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে আজকের আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান বক্তা ছিলেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় বিএনপির সিনিয়র নেতা ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।