
কুষ্টিয়ার মিরপুরে পুর্ব শত্রুতার জেরে ছাত্রদল নেতার হাতুরিপেটায় জমির উদ্দিন (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকায় জমিরের ওপর এই হামলার ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জমির উদ্দিন মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি জাসদের কর্মী ছিলেন বলে জানা গেছে। হামলাকারী ওই ছাত্রদল নেতার নাম অনিক। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক সংগঠনের কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালিয়ে হাতুরি ও হকস্টিক দিয়ে এলোপাতাড়ি পেটায়। এ সময় জমিরের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় জমিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী জোৎস্না খাতুন বলেন, ভাইয়ের চিকিৎসা খরচের জন্য জমি বন্ধক রেখে টাকা আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাস্তায় আটকে অনিক তার লোকজনকে নিয়ে বেধড়ক মারধর করে। প্রায় দেড় বছর আগে কোন এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিল আমার স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করেছে অনিক।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে জমিরের মৃত্যু হয়। তার মাথায়, বুকে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ওই ব্যক্তিকে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহত জমিরের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।