
জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ও ছাত্রদল নেতা মুজিবুর রহমানের (২০) হারিয়ে গেছেন ৬ দিন আগে। তার পরিবার সংশ্লিষ্ট থানা, হাসপাতাল ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও হদিস পাননি।
নিখোঁজ মুজিবুর রহমান কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়া পালং এলাকার মো. ফয়েজ উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে ছিলেন।
এ ঘটনায় মুজিবুরের বাবা ফয়েজ উল্লাহ গত বৃহস্পতিবার রামু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৯ মে) সকালে খুনিয়া পালংয়ের ধেছুয়া পালং বড় ডেবা নিজ কম্পিউটারের দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন মুজিবুর। যথাসময়ে বাড়িতে না ফেরায় তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জিডিতি উল্লেখ করা হয়।
রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সানাউল্লাহ জানান, মুজিবুর রহমান ছাত্রদলের একজন কর্মী, জুলাই ছাত্র আন্দোলনেও ছিল তার সাহসী ভূমিকা। হঠাৎ করে কেন তার এই নিরুদ্দেশ, তা নিয়ে সংগঠনে চলছে নানা আলোচনা। তার সন্ধানে রামু উপজেলা ছাত্রদল কাজ করছে বলে জানান তিনি।
রামু উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা যায়েদ বিন আমান জানান, উখিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করা মুজিবুর জুলাই ছাত্র অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা। ঢাকায় লং মার্চের আন্দোলনে তার অনস্বীকার্য ভূমিকা ছিল। হঠাৎ তার নিখোঁজে আমরা ভীত ও শঙ্কিত।
রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, নিখোঁজ মুজিবুরের বাবা ২২ মে একটি জিডি করেন। পুলিশ বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।