Image description

আপন ভায়রার মেয়েকে ধর্ষণের অভিযোগে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সবুজ আকন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বকশিরচর গ্রামের আব্দুল মান্নান আকনের ছেলে। আপন ভায়রার স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র অভিযুক্ত আসামি ছিলেন ছাত্রদল নেতা সবুজ আকন।

গত ১৯ মে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছোট বোনের জামাতা সবুজ আকনের বিরুদ্ধে নিজের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন নির্যাতিত ছাত্রীর মা। ভিমটিম স্কুলছাত্রী গোপালগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও তার বাবার মৃত্যুর পর সপরিবারে তারা গৌরনদী উপজেলার নানাবাড়িতে বসবাস করে আসছে। এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রদল নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।