Image description

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী বছরের জুনের পর এক ঘণ্টাও ক্ষমতায় থাকবেন না বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাদের আশ্বস্ত করেছেন। তার আগেই নির্বাচন দেয়ার কথাও বলেছেন তিনি।

রোববার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা এমন কথা বলেছেন বলে জানান মামুনুল হক।

তিনি বলেন, বৈঠকে বর্তমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছি যে, তিনি যেন মাঝপথে হাল না ছাড়েন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, সবাই সহযোগিতা করলে চলমান সংস্কার প্রক্রিয়া তার গন্তব্যে পৌঁছিয়ে দিয়ে তিনি তার দায়িত্ব শেষ করবেন। পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক মহলের সবার কাছে তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান।

গ্রহণযোগ্য একটি নির্বাচনের উদ্যোগ এবং তার সময়সীমা সম্পর্কে ড. ইউনূস বলিষ্ঠভাবে বলেছেন যে, ২০২৬ সালের ৩০ জুনের পর এক ঘণ্টাও উনি ক্ষমতায় থাকবেন না, এর আগেই তিনি নির্বাচন শেষ করবেন।

মামুনুল হক বলেন, আমাদের পক্ষ থেকে আমরা তিনটি বিষয় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছি। প্রথমত, আমরা বলেছি সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা এখনো কাঙ্ক্ষিত কোনো লক্ষণ দেখতে পাইনি। এরকম অনিশ্চিত লক্ষ্যের দিকে হাঁটা ঠিক নয়। তাই সংস্কারের বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করুন।

দ্বিতীয়ত, আমরা বলেছি, শাপলা চত্ব্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, সেখানে হাসিনা সহ তার প্রধান সহযোগীদের বিচার কার্যক্রম দৃশ্যমানভাবে অগ্রগতি দেখতে চাই। তিনি আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন। অতি দ্রুত আমরা এ বিষয়ে কিছু সুসংবাদ পাব। আমরা আশা করছি অতি দ্রুত কার্যক্রমের মাধ্যমে দুই একটি হলেও বিচার কার্যক্রম সম্পন্ন হবে বা মানুষের সামনে দৃশ্যমান হবে।

করিডরের বিষয়ে উনি বলেছেন, দেশবিরোধী কোনো কার্যক্রম তার দ্বারা সংঘটিত হবে না, উনি এ বিষয়ে তার ওপর বিশ্বাস রাখতে বলেছেন। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে সব রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করেই তা করা হবে।

পাশাপাশি, আমরা এটাও বলেছি যে, একটা অনৈক্যের সৃষ্টি হয়েছে, সেটা দূর করতে প্রধান উপদেষ্টা যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন আলোচনা করেন। এ বিষয়ে উনি আমাদের আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, আমরা ৩ মে মহাসমাবেশের মাধ্যমে একটি আল্টিমেটাম দিয়েছিলাম- শাপলা চত্বরের গণহত্যার বিচার, এ বিষয়টা প্রধান উপদেষ্টা নিজেই দায়িত্ব নিয়েছেন, আশ্বস্ত করেছেন এ বিষয়ে উনি একটা বিহিত করে দেবেন।

নারী সংস্কার কমিশনের বিষয়েও আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এ ব্যাপারে আমরা এখন পর্যন্ত আশ্বস্ত যে বিতর্কিত কোনো ইসলামী আইন তারা বাংলাদেশে কার্যকর করবে না।

নির্বাচনের বিষয়ে আমরা খুব বেশি করে বলেছি। সুনির্দিষ্ট একটা সময় যাতে নির্বাচন দেয়া হয়, যাতে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না হয়। সেই প্রেক্ষিতে তিনি বলেছেন, আগামী বছরের জুনের মধ্যেই আমরা নির্বাচন ব্যবস্থা করব।