
হবিগঞ্জে টহলরত পুলিশের গাড়ি জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুণ্ডুর পাড় এলাকায় এ ডাকাতি হয়।
জানা যায়, ডাকাতদল রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলে দুটি পিকআপ ও একটি প্রাইভেট কার আটক করে। তখন পুলিশ সিএনজি চালিত অটোরিকশায় ঘটনাস্থলে পৌঁছালে যাত্রী ভেবে তাদেরও জিম্মি করে ডাকাতদল। পরে যাত্রীদের মারধর করে টাকা ও মোবাইল লুট করে তারা। একপর্যায়ে পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামলে ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, ডাকাতরা পুলিশের গাড়িকে যাত্রী ভেবে আটকে দেয়। পরে পুলিশ সদস্যরা ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।