
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট মাস আপনারা বলতে পারেন, যে ওই মাসে হবে। তারপর না হয় কাছাকাছি সময়ে শিডিউল ঘোষণা করলেন। কিন্তু এটা এত থেকে এতর মধ্যে নির্বাচন হবে, বলে একটি ধোঁয়াশা তৈরি করে রাখার ব্যাপারটা পরিষ্কার নয়। এর অর্থটা কী?’
রবিবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘আগে সরকারি কর্মকর্তারা বলেছিলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। তাহলে এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে কেন? বিএনপি স্পষ্টভাবে বলেছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। সেখানে আরো কিছু রাজনৈতিক দল ছিল।
তিনি বলেন, উপদেষ্টাদের একের পর এক বক্তব্যে বোঝা যাচ্ছে যে আপনারা অত্যন্ত ভেতরে, অত্যন্ত গভীরে বিএনপির বৈরী হয়ে উঠছেন। আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছি মাইনাস টু থিওরি। আপনারা সেই থিওরির নতুন কুশীলব কিনা, এটা নিয়ে এখন ভাবার অবকাশ রয়েছে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।