
সাম্য হত্যাকান্ডের বিচার দাবিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (২৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাবি ছাত্রদল।
এতে বলা হয়েছে, সাম্য হত্যাকান্ডের বিচার, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা।
এতে আরও বলা হয়, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকান্ডের ১২ দিন পার হবার পরও এর সুষ্ঠু তদন্ত ও বিচার আদায়ে ব্যর্থতার পাশাপাশি ক্যাম্পাসে ছিনতাই, ছুরিকাঘাত, অগ্নিকান্ড ও হত্যাকান্ডের মতন ন্যাক্কারজনক ঘটনা বারংবার ঘটে যাবার পরেও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার (২৬ মে) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের অবস্থান করবেন তারা।