Image description

জুলাই যোদ্ধা শহীদ হাফেজ হাসানের জানাজা শেষে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আপনারা ভুলে যাবেন, আমরা মনে করিয়ে দিব। কিন্তু ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন।

শনিবার রাতে শহীদ মিনারে জুলাই যোদ্ধা শহীদ হাফেজ হাসানের জানাজা নামাজের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমনটি জানান।

72

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘৬ জুন ২০২৪; কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে প্রথম শহীদ মিনারে দাঁড়িয়ে ছিলাম। ৩ আগস্ট ২০২৪; এই শহীদ মিনার থেকে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করে। ৫ আগস্ট ২০২৪; দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের ফ্যাসিস্টবিরোধী ঐক্যবদ্ধ ছাত্র-জনতা রাজপথে নেমে আসে। খুনি হাসিনা ও আওয়ামী লীগের পতন হয়। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য সেই খুনিরা হাজারের অধিক জীবন কেড়ে নেয়। লক্ষাধিক মানুষকে রক্তাক্ত করে। কেউ হাত হারায়, কেউ পা হারায়, কারো বা চোখের দৃষ্টি সারা জীবনের জন্য হারিয়ে যায়।’

তিনি লেখেন, ‘২৪ মে ২০২৫; খুনি হাসিনার নির্দেশের বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা হয় এই শহীদ মিনারে। ছাত্র-জনতা, শহীদের কফিন আর শহীদ মিনার মিলেমিশে একাকার হয়ে যায়। শহীদের তালিকা দীর্ঘ হয়।’

‘এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না। আসিফ নজরুল স্যার গণহত্যার কালপ্রিটদের বিচারের মুখোমুখি না করে উপদেষ্টা পদের দায়বদ্ধতা এড়াতে পারে না।’ ‘আপনারা ভুলে যাবেন, আমরা মনে করিয়ে দিব। কিন্তু ছাড় দেওয়া হবে না। কথাটা মনে রাখবেন।’