Image description

যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, 'বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কেউ কেউ তরুণদের বিপথগামী করার চেষ্টা করছে। আমাদের দল তারুণ্যনির্ভর তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নেবেন।'

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ২৩ ও ২৪ মে বগুড়ায় বিএনপির কর্মসূচি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর মধ্যে তরুণ সমাজের ভাবনা ও অধিকার নিয়ে কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় আগামী ২৩ মে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে 'তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার শহরের মমইন মিলনায়তনে এবং ২৪ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার' প্রতিষ্ঠাবিষয়ক সমাবেশ শহরের সেন্ট্রাল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই সমাবেশ তরুণদের স্বপ্ন পূরণের পথনির্দেশক হয়ে উঠতে পারে বলেও মনে করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে আব্দুল মোনায়েম মুন্না বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অনুষ্ঠানের আয়োজন করেছে।' দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ উপস্থিত ছিলেন।