
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঁশ-বেত শিল্প এখন বিলুপ্তির পথে। একসময় গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায় বাঁশ-বেত দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করে বহু পরিবার জীবিকা নির্বাহ করলেও প্লাস্টিকের প্রসারে এ পেশা আজ হুমকির মুখে।
একসময় উপজেলার হাটবাজারগুলোতে বাঁশের তৈরি কুলা, ডালা, টুপরি, কুড়ি চালুন, তালাই টেমাই, জোলঙ্গা, মই, বেড়া, ঘরের দরজা, খেলনা ও বিভিন্ন শিল্প বিক্রি হতো। আর বেত দিয়ে তৈরি হতো ঢাকি, কাটা, দাঁড়িপাল্লা, শিশুদের বিভিন্ন খেলনাসামগ্রী। ব্যাপক চাহিদাসম্পন্ন এসব পণ্য তৈরি করে স্থানীয় কারিগররা জীবিকা নির্বাহ করতেন। এখন সরকারি সহায়তা ও প্রশিক্ষণের অভাবে কারিগররা এই পেশা থেকে সরে যাচ্ছেন।
স্থানীয় কারিগররা জানান, আগে তারা বাঁশ-বেতের পণ্য তৈরি করে ভালো আয় করতেন। এখন প্লাস্টিকের প্রসারে এ শিল্পের চাহিদা কমে গেছে। তাছাড়া লাভের পরিমাণ কমে যাওয়ায় অনেকেই পেশা পরিবর্তন করছেন। যারা এখনো এই পেশায় আছেন, তারা মানবেতর জীবনযাপন করছেন। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি এই শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এটি আবার লাভজনক ও টেকসই শিল্পে পরিণত হতে পারে। প্রয়োজন প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, কাঁচামালের সহজলভ্যতা এবং বাজারজাতকরণের জন্য সহায়তা।