Image description

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপির নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান টানা আন্দোলনের মধ্যে বিএনপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করছে। আজ মঙ্গলবার (২০শে মে) মেয়র হিসেবে আদালতের ঘোষণা অনুযায়ী ইশরাককে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা না হলে ঢাকায় চলমান বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে আরও 'বৃহত্তর আন্দোলন' করার হুমকি দিয়েছে দলটি। সরকারের কয়েক উপদেষ্টা দেশে 'অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়' বলে অভিযোগ করেছে দলটি, এর মধ্যে আসিফ মাহমুদ অন্তর্ভুক্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপির অভিযোগ, সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না। আদালতের রায় ঘোষণার পরও তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না, এর পেছনে কলকাঠি নাড়ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আদালতের রায়ে চট্টগ্রামে শাহাদাত হোসেন মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করেছেন, এমন প্রশ্নও সামনে এনেছে দলটি। একই সঙ্গে দলটি উপদেষ্টা আসিফের বয়স কম হওয়ায় তার 'কথাবার্তায় ভারসাম্যহীনতা' লক্ষ্য করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকারের মন্ত্রিপরিষদে দায়িত্ব পাওয়া কারো বয়সের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তার নেতৃত্বে মন্ত্রণালয় কীভাবে পরিচালিত হচ্ছে, সেটি বিবেচনায় নেওয়া।

অভিজ্ঞরা বলছেন, আদালতের রায় মেনে ডিএসসিসির মেয়র হিসেবে যে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছে বিএনপি, তারও বয়স কম। তবে এসব ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় নানা কারণে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের সরকারের সঙ্গে বিএনপির দুরত্ব বাড়ছে। একইসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদকে আরো দায়িত্বশীল আচরণ করার ও যথাসম্ভব বিতর্ক এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, যে বিষয়টি আইনি উপায়ে সমাধান হওয়ার কথা, সেটি কেন মাঠে গড়াল? কেন সরকার এক সিটি মেয়রকে শপথ পড়ালেও অন্যজনকে ঝুলিয়ে রাখল? নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বিচ্যুতি ঘটলে সেটাও আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যেত। সরকারের সিদ্ধান্তহীনতার কারণে সাধারণ মানুষ কেন দিনের পর দিন দুর্ভোগ পোহাবে? অবিলম্বে ডিএসসিসির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। ঢাকার মতো বহুল সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জ নিয়ে পরিচালিত সিটি করপোরেশনের শীর্ষ পদ নিয়ে জটিলতা দ্রুত নিরসন হওয়া জরুরি বলে তাদের অভিমত।

আজ মঙ্গলবার (২০শে) ঢাকার খিলক্ষেত এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এ জন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে।’ 

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকাল সোমবার (১৯শে মে) সিলেটে দলীয় এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘অধ্যাপক ইউনূস সাহেব এবং আপনার একজন অল্পবয়স্ক উপদেষ্টা (আসিফ মাহমুদ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা মনে করছেন যে, তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট মানবেন না।'

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ইস্যুতে স্থানীয় সরকার উপদেষ্টা সমালোচনা করলে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘অধ্যাপক ড. ইউনূস একটা কথা বললে কিংবা আসিফ নজরুল বা অন্যান্য পরিচিত ও বয়স্ক উপদেষ্টারা একটা কথা বললে মানায়। কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপির মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক।’

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও মেয়র পদপ্রত্যাশী, বিএনপির নেতা ইশরাক। আসিফ মাহমুদকে ইঙ্গিত করে ইশরাক ফেসবুকে বলেন, 'যারা একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত‍্যাগ করতে হবে'। 'গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি', অভিযোগ করে আসিফ মাহমুদও ফেসবুকে পোস্ট দেন।

জানা যায়, ২০২০ সালের ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসির মেয়র নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাককে প্রায় পৌনে দুই লাখ ভোটে 'পরাজিত' করেন। চলতি বছরের ২৭শে মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। গত ২৮শে এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদের পাঠানো একটি লিগ্যাল নোটিশে আলোচিত রায় ও শপথ অনুষ্ঠান নিয়ে অনিয়মের অভিযোগ তোলা হয়।