
বাংলাদেশ সিভিল সার্ভিস ( বিসিএস ) পরীক্ষার প্রাপ্ত নম্বর, ফলাফল নিজের আইডিতে ( ইউনিক আইডি ) দেখতে পারবেন চাকরিপ্রার্থীরা । সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিধিমালা সংশোধনের কাজ চলছে । ৪৭ তম বিসিএস থেকে এই সুবিধা কার্যকর করতে আশাবাদী পিএসসি । চিকিৎসক ও প্রভাষক নিয়োগে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে পিএসসি । ৪৮ তম বিসিএস হবে বিশেষ বিসিএস । ৪৪ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী জুন মাসে প্রকাশ হতে পারে । সাংবিধানিক সংস্থা পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড . মোবাশ্বের মোনেম গত রোববার নিজ দপ্তরে আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ , নিরপেক্ষ, জবাবদিহিমূলক করার অংশ হিসেবে প্রত্যেক চাকরি - প্রার্থী তাঁর প্রাপ্ত নম্বর , ফলাফল নিজের আইডিতে ( ইউনিক আইডি ) দেখতে পাবেন ।
এ বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে । এখন চলছে এ- সংক্রান্ত বিধিমালা সংশোধনের কাজ । আশা করছি , এটি ৪৭ তম বিসিএস থেকেই কার্যকর করা সম্ভব হবে । তিনি বলেন , এই ইউনিক আইডি দিয়ে পিএসসির ক্যাডার ও নন - ক্যাডার উভয় পদেই আবেদন করতে পারবেন প্রার্থীরা । এতে বারবার আবেদন করার জটিলতা কমবে ।
পিএসসি সূত্র জানায় , প্রত্যেক আবেদনকারীকে একটি আইডি দেওয়া হবে , যা ইউনিক আইডি নামে পরিচিত হবে । বিসিএস কর্মকর্তা নিয়োগে তিন ধাপে প্রার্থী বাছাই করা হয় । এগুলো হলো প্রিলিমিনারি , লিখিত ও মৌখিক পরীক্ষা । এখন বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর শুধু প্রার্থী আবেদন করলে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারেন । ইউনিক আইডি হলে কোন কোন পরীক্ষার ( প্রিলিমিনারি , লিখিত ও মৌখিক ) প্রাপ্ত নম্বর প্রার্থীরা দেখতে পাবেন , এ বিষয়ে শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন । গত ডিসেম্বরে আজকের পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে মোবাশ্বের মোনেম বলেছিলেন , একবার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে দুই থেকে তিনবার লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের ।
এর আগের কমিশন আইডি থাকা প্রার্থীদের একবার আবেদনেই ঢাকরির বয়স থাকা পর্যন্ত সব বিসিএসে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার চিন্তাভাবনা জানিয়েছিল । চিকিৎসক ও প্রভাষক নিয়োগে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে পিএসসি । জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায় , শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ জনকে চিকিৎসকের এন্ট্রি পদে নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজন করতে পিএসসিকে জানানো হয়েছে । চিকিৎসক ও প্রভাষক নিয়োগের বিশেষ বিসিএসের বিষয়ে পিএসসির চেয়ারম্যান বলেন , ৪৮ তম বিসিএস হবে বিশেষ বিসিএস । এই বিসিএস আয়োজনের জন্য বিধিমালা সংশোধনের কাজ চলছে । বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন জারি হলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ।
তবে চিকিৎসক ও প্রভাষক নিয়োগের জন্য একটি , না আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হবে , তা এখনো চূড়ান্ত হয়নি । সর্বশেষ ২০০৬ সালে ২৬ তম বিসিএসের ( বিশেষ ) মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয় । পরে সাধারণ বিসিএসের সঙ্গে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার জন্য আলাদা বিসিএস নেওয়া হয়নি । বিশেষ ৩৯ তম ও ৪২ তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয় । ৪৪ তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী মাসের ( জুন ) মধ্যে প্রকাশ করার প্রস্তুতি চলছে । চলতি মে মাসেই এই বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হবে । পিএসসির চেয়ারম্যানও আগামী ৩০ জুনের মধ্যে ৪৪ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার আশাবাদ জানিয়েছেন ।
৪৪ তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী , এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে । এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন , পুলিশ ক্যাডারে ৫০ , পররাষ্ট্র ক্যাডারে ১০ , আনসার ক্যাডারে ১৪ , নিরীক্ষা ও হিসাবে ৩০ , কর ক্যাডারে ১১ , সমবায়ে ৮ , রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭ , তথ্যে ১০ , ডাকে ২৩ , বাণিজ্যে ৬ , পরিবার পরিকল্পনায় ২৭ , খাদ্যে ৩ , টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে । অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন , দ্রুততম সময়ে ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে । ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে আবার কাজ শুরু করেছে কমিশন ।