Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গুণী মানুষ যতদিন বেঁচে থাকেন, ততদিন সমাজ তাঁর মূল্য বোঝে না। চট্টগ্রাম মহানগর শাখার নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুর পর আমরা তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।’ 

মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম কালচারাল একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, ‘ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ। তিনি জীবন্ত উপন্যাস ছিলেন। তিনি এমনই একজন মানুষ ছিলেন, যাকে দেখা, শোনা ও পড়া যেত। তিনি ছিলেন কর্মবীর। কবি মতিউর রহমান মল্লিকের শূন্যতা তাঁকে দিয়ে পূরণ হয়েছিল।’

চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী প্রমুখ।