Image description
 

আবাসন সংকটসহ চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজপথে আন্দোলনে নেমেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে রাজধানীর কাকরাইল মোড়ে বসে তারা গণঅনশন শুরু করেন। আন্দোলনে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, যাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।

আন্দোলনের মিছিলে দীপ্তিকে স্লোগান দিতে দেখা যায়। তার একটি স্লোগান— “মূলা না বোতল”— দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। কেউ মজা করে লিখেছেন, "বোতল, বোতল", আবার কেউ সতর্ক করে মন্তব্য করেছেন, "বেশি বাড়াবাড়ি করা ভালো না।"

স্লোগানটির প্রসঙ্গ তুলে সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীপ্তির স্লোগানসংবলিত একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “দীপ্তিরা তো মুলার সিজনে আসলো না, বোতলের সিজনে আইসা এখন মুলার স্বাদ নিতে চাচ্ছে, হুম। এরাই কিন্তু সব আন্দোলনে ঢুইকা মুলা ধরাইয়া দেয়, কী এক সার্কাস চলতেছে, ভাইরে।”

 


তিনি আরও লেখেন, “উপস্থাপিকা দীপ্তি চৌধুরী যমুনার সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন ‘মূলা না বোতল?’ আর পোলাপান মন থেকে চিৎকার কইরা কইতেছে ‘মুলা মুলা’। দুটোই চলনসই!”

এদিকে, রাতেই সরকারের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা আসে। যদিও দাবি পূরণে আশার আলো দেখছেন শিক্ষার্থীরা, তবে দীপ্তির স্লোগানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় এখনও থামেনি। বিষয়টি নিয়ে নানাজনের নানা মত উঠে আসছে— কেউ এটিকে সৃষ্টিশীল প্রতিবাদ বলছেন, আবার কেউ এর ভাষা ও রুচিগত দিক নিয়ে প্রশ্ন তুলছেন।