
বিএনপির এক নেতাকে বহিস্কার করা হয়েছে। পদ ফিরে পেয়েছেন এক নেতা। আজ বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিএনপির পদ হারানো একজন হলেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এ ছাড়া পদ ফিরে পেয়েছেন ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মো. আবু সায়েম মণ্ডল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক জানান, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানার যুগ্ম আহ্বায়ক হাজী মো. আবু সায়েম মণ্ডলকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামানের সিদ্ধান্তে হাজী মো. আবু সায়েম মণ্ডলের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।