Image description

‎ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্বামীর ঋণের দায়ে এক গৃহবধূর গাভী কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সেই গাভীর এক মাস বয়সি বাছুর কোলে নিয়ে আদালতে গেছেন ভুক্তভোগী নারগিস আক্তার (৩০)। 

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঝালকাঠির আদালত পাড়ায় বাছুর কোলে ঘুরছেন নারগিস। মা ছাড়া হয়ে দুধ না পেয়ে বাছুরটি দুর্বল হয়ে মৃতপ্রায়। বোতলে দুধ ও ভাতের মাড় খাইয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলাচ্ছেন নারগিস।

‎নারগিস আক্তার জানান, তার স্বামী আবু বকর দীর্ঘদিন ধরে নিখোঁজ। জীবিকার তাগিদে গার্মেন্টসে চাকরি করে কষ্ট করে বাছুরসহ একটি গরু কেনেন তিনি। বুধবার সকালে স্থানীয় শুক্তাগড় ইউনিয়ন ১ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান স্বামীর পূর্বের নেওয়া ২০ হাজার টাকার ঋণের কথা বলে গরুটি জোর করে নিয়ে যান।

‎তিনি বলেন, আমার স্বামী অনেক বছর ধরে নিখোঁজ। আমি কষ্ট করে গরুটি কিনেছি; দুধ বিক্রি করে চলবো বলে। এখন সেই গরুটিও নিয়ে গেছে। বাছুরটি দুধ না পেয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছে।

‎এ বিষয়ে বিএনপি নেতা মো. বেলাল খান বলেন, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে। তাই টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা মিজানুর রহমান মুবিন বলেন, এ ঘটনার সময় আদালত পাড়ায় আমি উপস্থিত ছিলাম। ঘটনাটি সরাসরি দেখেছি, তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।