Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার বিচার এবং ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশ করছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৫ মে ) বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এখনও খুনি হাসিনার দোসররা অবস্থান করছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম, আপনারা ব্যবস্থা গ্ৰহণ করেন। কিন্তু তারা করেনি‌। তার‌ই ফল, আমার ভাই সাম্য হত্যা।’

তিনি বলেন, ‘যারা বিগত ৯ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস করতে পারেননি, তাদের পদত্যাগ দাবি করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা দেখেছি, আমাদের ছোট ভাই সাম্যকে কীভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হয়, তা আমাদের প্রশ্ন।

তিনি বলেন, ‘আমরা ভিসিকে কয়েকবার ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য স্বারকলিপি দিয়েছি। কিন্তু কোনও পদক্ষেপ দেখতে পাইনি‌। ক্যাম্পাসে ৫ আগস্টের আগের কয়েক বছরে একটিও খুনের ঘটনা ঘটে নি। কিন্তু ৯ মাসে কীভাবে দুটি হত্যা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হ‌ওয়া প্রক্টরকে আজকের মধ্যে আর তাঁর পদে দেখতে চাই না। সেই সঙ্গে ভিসির পদত্যাগ দাবি করছি‌।’

পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন নেতা-কর্মীরা। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হলসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন।