
ছাত্রদলকর্মী ও ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মমিতুর রহমান পিয়ালের বিরুদ্ধে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও ঢাবি শিক্ষার্থী স্মৃতি আফরোজ সুমিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব স্মৃতি আফরোজ সুমি নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘মন্তব্যটা আমাকে নিয়ে করা হয়েছে। ছেলেটা খুব সম্ভবত ২২-২৩ সেশনের, ক্রিমিনোলজি বিভাগের।
তিনি বলেন, ‘ওর ভাইরা যখন মাইর খাইত লীগের হাতে, দুদিনের গজিয়ে উঠা ছাত্রদল নেতারা যখন একটা সামান্য পোস্ট দেওয়ার সাহস পেত না ফেসবুকে, তখনও সেটার প্রতিবাদের জন্য রাজুতে আমি এবং আমরাই দাঁড়িয়েছি।
এদিকে সমালোচনার মুখে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন অভিযুক্ত ছাত্রদলকর্মী মমিতুর রহমান পিয়াল।
ওই পোস্টে তিনি বলেন, ‘প্রথমবর্ষ থেকে ছাত্রদল করা প্রান্ত মাহমুদ ভাইকে যখন বলা হয়েছে সাদ্দামের সাথী, হলে গেস্টরুম নিয়েছে, সেটাতে সমস্যা নাই; সেইম কথা তাকে বললেই যত সমস্যা। আমাদের ভাই হত্যার পরে ঘোষিত ধর্মঘট সফল করতে ডিন অফিস গেলাম, সেটার ভিডিও তিনি ছড়ালেন আমাদের নিয়ে মিথ্যাচার করে আমরা নাকি ক্লাস থেকে শিক্ষার্থীদের বের করে দিচ্ছি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলকর্মীর এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে দেখা গেছে অনেককেই।