
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৪ মে) শাহবাগ থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য।
সংগঠনটির নেতা-কর্মীরা জানান, সাম্য একজন জুলাই যোদ্ধা। তার হত্যার দ্রুত বিচার, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্তকরণ, ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে উদ্যানের ঢাবি-গেইট স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করা হবে। বুধবার দুপুর আড়াইটার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ পদযাত্রা শুরু হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৩ মে) রাতে মোটরসাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এসময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায় ওই মোটরসাইকেলের আরোহী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।