Image description

আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

israk-1

তার শপথের দাবিতে রাাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকালে বিক্ষোভ করেন তারা।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী (প্রাপ্ত ভোট চার লাখ ২৪ হাজার) হিসেবে মেয়র ঘোষণা করা হয়। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছিলেন দুই লাখ ৩৬ হাজার ভোট। ওই নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ ছিল বিস্তর। তাই নির্বাচন কমিশনের জারি করা গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক হোসেন।

বিএনপির এই প্রার্থী প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।