Image description

সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাম্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন। 

এসএম ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটস্থ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বহিরাগত সন্ত্রাসী দ্বারা খুন হওয়ার ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।  

ঢাবি ছাত্রশিবির সভাপতি বলেন, অনতিবিলম্বে ঘটনার তদন্ত করে অপরাধীদের শনাক্ত করার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।