Image description

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সেখান থেকে শিক্ষার্থী সাম্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের নেতারা। এ সময় ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, আমার ভাইয়ের লাশ পড়ে, প্রশাসন কী করে' ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

এসময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিসির বাসভবনের সামনে নাছির বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এবং একই সঙ্গে ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এ দাবিতে আজ বুধবার (১৪ মে) দুপুর সাড়ে ১১টায় এসব দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি স্পর্শকাতর জায়গায় এই হত্যাকাণ্ডের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এতে প্রক্টর নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই তার পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ভিসির পদত্যাগের দাবিতে বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এখনও সাম্যের জানাজা নামাজের সময় নির্ধারণ হয়নি। তবে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে সময় জানিয়ে দেওয়া হবে। তবে বাদ জোহর জানাজা নামাজের সময় নির্ধারণ করা হতে পারে।

এসময় রাকিব বলেন, ৫ আগস্ট পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে দুটো খুন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মবকে উস্কানি দিচ্ছে। এই হত্যার দ্বায় অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। আমরা আর তাদেরকে গদিতে দেখতে চাই না। সেই সাথে সাম্য হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে করতে হবে।

এর আগে রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।