
সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা। এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।
তিনি লিখেছেন, "লীগ নিষিদ্ধ হলো, কিন্তু লীগের চেয়ারম্যান-মেম্বারদের ব্যাপারে সিদ্ধান্ত কি মি. ইন্টেরিম??"
এই স্ট্যাটাসে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। হান্নান মাসউদের এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, দলের ওপর নিষেধাজ্ঞা জারির পরও স্থানীয় পর্যায়ে থাকা চেয়ারম্যান-মেম্বারদের ভবিষ্যৎ নিয়েই এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে সাধারণ জনগণ ও প্রশাসনের ভেতরেও তৈরি হয়েছে ধোঁয়াশা।