
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর তাদের পক্ষে সব ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবু আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান উপদেষ্টা।
সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বিষয়টি তুলে ধরে আসিফ মাহমুদ লেখেন, ‘আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে কোন প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যেকোনো মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে।’