Image description

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পাকিস্তান ৭১ এ যে গণহত্যা চালিয়েছে তার জন্য আজও ক্ষমা চায়নি। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, কিন্তু তারা এখন পর্যন্ত বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করেনি।”

তিনি আরও বলেন, “বন্ধুগণ, এই কথাগুলো কেন বলছি? কারণ এখন এমন এক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কিছু মানুষ, কিছু দল, কিছু গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছে যেন ৭১ সালে কিছুই ঘটেনি। তারা মুক্তিযুদ্ধের আন্দোলন, যুদ্ধ, লক্ষ মানুষের আত্মত্যাগ ভুলিয়ে দিতে চায়।”

মির্জা ফখরুল বলেন, “নয় মাসের সেই দীর্ঘ সময়, যেখানে কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল, যুবকরা বাড়ির বাইরে থাকতে পারতো না, সবাই পালিয়ে পালিয়ে বেড়াত—সেই বাস্তবতাকে যেন আমরা ভুলে যাচ্ছি। ভুলে যাওয়ার চেষ্টা চলছে। যারা সেই সময়ে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমি কারও নাম বলতে চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। কিন্তু ইতিহাস ইতিহাসই। কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না।”