Image description

স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, হত্যাযজ্ঞের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি প্রদান ও শহীদ পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দলের পক্ষ থেকে এ তিন দাবি জানানো হয়। শাপলা হত্যাকান্ডের এক যুগ : বিচার, সুষ্ঠু তদন্ত, শহীদদের স্বীকৃতি ও ক্ষতিপূরণে রাষ্ট্রের দায় শীর্ষক এ সভার আয়োজন করে এনসিপি ঢাকা মহানগরী।

সভায় বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আশরাফ উদ্দিন মাহাদী, যুগ্ম সদস্যসচিব মুশফিকুর রহমান জোহান, তারেক রেজা, মুশফিক উস সালেহীন, ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ। সভায় আখতার হোসেন বলেন, শাপলা হত্যাকান্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বুনেছিল। সাধারণ মানুষ তাদের বাকস্বাধীনতা হারিয়েছিল। অন্তর্বর্তী সরকারের নয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শাপলা গণহত্যার বিচারের জন্য দৃশ্যমান কোনো প্রক্রিয়া দেখা যাচ্ছে না। এ হত্যাকান্ডের সুবিচার নিশ্চিত করতে অবিলম্বে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। এ হত্যাকান্ডে জড়িত আওয়ামী লীগ, তাদের দোসর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরও বলেন, হত্যাকান্ডের শিকার ব্যক্তিদের তালিকা প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে তাদের শহীদের মর্যাদা দিতে হবে। শহীদ পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।